সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ

রাষ্ট্রপতির সাক্ষাৎ করতে চান ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মুহা. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে চান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দলসহ তিনি ১৭ ডিসেম্বর সাক্ষাৎ করতে রাষ্ট্রপতির দফতরে একটি চিঠি পাঠান।

ওই চিঠিতে জানানো হয়েছে, ১৭ ডিসেম্বর বিকাল ৪টায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ১০ সদস্যের একটি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সবিনয় অনুরোধ জানানো হয় চিঠিতে।

আগামী সংসদ নির্বাচন অবাধ-নিরপেক্ষ করতে বিরোধী রাজনৈতিক জোটের প্রার্থী, নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধে রাষ্ট্রপতির সাক্ষাৎ চাইবেন তারা। এছাড়াও নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে যেসব মামলা-হামলা হয়েছে, সে সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে প্রতিকার চাইবেন।

নির্বাচন পরিচালনার জন্য ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।শনিবারে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম গণমাধ্যমে এ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক। অন্যরা হলেন, আব্দুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গোলাম মাওলা চৌধুরী, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, আ ও ম শফিউল্লাহ, হাবিবুর রহমান বীরপ্রতীক,

নুরুল হুদা মিলু চৌধুরী, মোস্তাক আহমেদ, শহিদুল্লাহ কায়সার, মমিন উল্লাহ, আমিনুল ইসলাম তালুকদার, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, অধ্যাপক শাহজান সাজু, এলকে চৌধুরী, ড. হেলেনা, আজমিরি বেগম ছন্দা, মোশারফ হোসেন, এমএ ইউনুস, নূরুল আফছা, জাহাঙ্গীর আলম মিন্টু ও লতিফুল বারী হামিম।

পাকিস্তান থেকে আসা ৮৩ হিন্দুকে নাগরিকত্ব দিল ভারত

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ