সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯

বৃষ্টির মধ্যেও তাবুতে অনশন করছেন লতিফ সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারসহ তিন দফা দাবিতে  (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর আমরণ অনশন চলছে।

আজ সোমবার সকালে ও বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান করতে দেখা যায়।

আবদুল লতিফ সিদ্দিকী সংবাদকর্মীদের জানান, তার দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থায় অনড় থাকবেন তিনি।

তার উপর হামলাকারীদের আটক, ওসির প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার দুপুর থেকে ডিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন আবদুল লতিফ সিদ্দিকী।

সরেজমিনে দেখা যায়, লতিফ সিদ্দিকী গতকাল রাতে তাবু গেঁড়ে, চৌকির ওপর লেপ মুড়ি দিয়ে শুয়ে আছেন। তাকে দেখতে অনেকেই জমায়েত হয়েছেন সেখানে।

এ বিষয়ে টাঙ্গাইলের ডিসি শহীদুল ইসলাম বলেন, ‘সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর লিখিত অভিযোগ পেয়েছি। হামলার ব্যাপারে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসির প্রত্যাহারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

গতকালের হামলার প্রতিবাদে কালিহাতীর বিভিন্ন স্থানে লতিফ সিদ্দিকীর নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। কালিহাতীর আউলিয়াবাদে বিকেলে লতিফ সিদ্দিকীর পক্ষে নির্বাচনী জনসভা করার কথা রয়েছে বলেও জানা যায়।

হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ