সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

আকাশ থেকে পড়ছে টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শহরের ব্যস্ত রাস্তায় তিল ধারণের জায়গা নেই। হঠাৎ সবার চোখ গেলো আকাশের দিকে। এ কী! আকাশ থেকে পড়ছে টাকা। মুহূর্তের মধ্যে হই চই পড়ে গেল রাস্তাজুড়ে। কোথা থেকে এলো এই টাকা?

ঘটনাটি ঘটেছে হংকংয়ে। রবিবার হংকংয়ের ব্যস্ত শাম সুই পো নামের এলাকায় এই ঘটনা ঘটিয়েছেন ২৪ বছর বয়সী কোটিপতি ওয়াং চিং কিট। রবিবার বিকেলের দিকে নিজের ল্যামবর্গিনি চালিয়ে সেখানে হাজির হন ওয়াং। তারপর পাশের একটি বহুতলের ছাদে ওঠেন। সঙ্গে ছিল ব্যাগ ভর্তি টাকা।

ছাদে উঠে সেখান থেকে উড়িয়ে দেন টাকা। মুহূর্তের মধ্যে হই চই পড়ে যায় রাস্তায়। প্রথমটাই অবাক হয়ে যান সবাই। তারপর ব্যাপারটা বুঝতে পেরে টাকা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।

পুরো ঘটনাটাই ওয়াং চিং কিটের ফেসবুক পেজে লাইভ ভিডিও করা হয়। খবর পেয়ে সেখানে গিয়ে উপস্থিত হয় পুলিশ। আটক করা হয় ওয়াংকে।

পুলিশ সূত্র জানায়, ওয়াং চিং হংকংয়ের কোটিপতি। মূলত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মাধ্যমে এই টাকা করেছেন তিনি। রবিবার বহুতলের ওপর থেকে ২ লাখ হংকং ডলার উড়িয়ে দিয়েছেন তিনি। তাকে গ্রেফতার করার আগে নিজের ফেসবুক পেজে ওয়াং বলেছেন, তিনি গরিবদের সাহায্য করার জন্যই এই কাজ করেছেন। বড় লোকদের টাকা ছিনিয়ে তা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া তার কাজ।

যদিও এশিয়া ক্রিপ্টো টুডে নামের একটি ট্যাবলয়েডে জানানো হয়েছে, ওয়াং যতটা গরিবদের কথা ভাবার কথা বলেছেন, ততটা তিনি করেন না। কারণ, হংকংয়ের ক্রিপ্টো সার্কেলে ঠগ হিসেবেই তার পরিচিতি। তাই নিজের ইমেজ ভালো প্রমাণ করার জন্যই এই কাণ্ড ওয়াং ঘটিয়েছেন বলে মনে করছেন তারা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ