আওয়ার ইসলাম: আগের বছরগুলোর তুলনায় ২০১৮ সালে বেশি নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন সাংবাদিকরা।
আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বিভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮০ জন সংবাদকর্মী। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।
বিশ্বের বিভিন্ন স্থানে ৩৪৮ জন সাংবাদিকের কারাদণ্ড হয়েছে। গত বছর এর সংখ্যা ছিলো ৩২৬ জন। বিভিন্ন গোষ্ঠীর হাতে জিম্মি হন ৬০ জন।
প্রতিবেদনে আরো জানানো হয়, সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি আফগানিস্তানে। সেখানে এ বছর ১৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এরপরেই সিরিয়া ও মেক্সিকোর অবস্থান। সেখানে নিহত হয়েছে ১১ ও ৯ জন।
অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র কিনছে জাপান