আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র।
ইন্টারনেটভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্রজেক্ট লাখটার বিরুদ্ধে বুধবার নিষেধাজ্ঞা জারি করে মার্কিন রাজস্ব বিভাগ।
নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রুশ সামরিক গোয়েন্দা সংস্থার ১৫ সদস্য এবং চারটি প্রতিষ্ঠানও রয়েছে। সাইবার হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে জারি হয় নিষেধাজ্ঞা।
নতুন করে নিষেধাজ্ঞার এ ঘোষণা এলেও বুধবারই রাশিয়ার বেশ কয়েকটি প্রভাবশালী অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
এপ্রিলে অ্যালুমিনিয়ামের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে এসব প্রতিষ্ঠান। এর আগেও এ দু’দেশ বহুবার একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে হুমকি দিয়েছে। সূত্র: সিএনএন
-এটি