আওয়ার ইসলাম: ড্রোন হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। স্থগিত হয়েছে অন্তত ৭৬০টি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি যাত্রী।
লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে একটি ড্রোন বিমানবন্দরের আকাশে ঘুরপাক খেলে, নিরাপত্তা শঙ্কায় ফ্লাইট স্থগিত করা হয়। তবে একে সন্ত্রাসী কর্মকাণ্ড মনে করছে না পুলিশ। ড্রোন চালকের খোঁজে তল্লাশি চলছে।
জুলাইয়ে বিমানবন্দরের এক কিলোমিটার আকাশসীমায় ড্রোন নিষিদ্ধ করে যুক্তরাজ্য সরকার।
-এটি