আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখা গেলো নতুন ভূমিকায়। বুধবার ওয়াশিংটনে অসুস্থ শিশুদের দেখতে তিনি একটি হাসপাতালে সান্তা সেজে গিয়ে হাজির হন।
তার মাথায় ছিল একটি সান্তা টুপি, কাঁধে ব্যাগবোঝাই উপহার। চিলড্রেন্স ন্যাশনাল হাসপাতালে ভর্তি শিশুদের তিনি উপহারের সঙ্গে খানিক্ষকণ আনন্দও দেন।
হাসপাতালের কর্মীদের ওবামা বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।
‘অনেকগুলো দারুণ শিশু ও তাদের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম।’ বলেন তিনি।
‘আমিও দু'টি মেয়ের বাবা। তাই বুঝতে পারি, নার্স-ডাক্তার-কর্মীরা যারা শিশুদের দেখাশোনা করছেন, তারা কতটা গুরুত্বপূর্ণ কাজ করছেন।’
আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট এখনও ওয়াশিংটনেই থাকেন। সেখানেই গত বছর একটি ছেলেমেয়েদের ক্লাবে তিনি সান্তা সেজে গিয়েছিলেন। সূত্র– এনডিটিভি।
কেপি