সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

সেনা প্রত্যাহার নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর ফোনালাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন ইহুদিবাদী ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সেনারা কীভাবে সিরিয়া থেকে বেরিয়ে আসতে পারে তার উপায় নিয়েও কথা বলেছেন এই দুই নেতা।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে,  ট্রাম্প হঠাৎ করেই গত বুধবার ঘোষণা দেন যে, শীঘ্রই সিরিয়া থেকে সকল মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেয়া হবে। ওই ঘোষণার পর নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

এদিকে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নেতানিয়াহু। দুই নেতার ফোনালাপে উঠে এসেছে ইরানের বিরুদ্ধে ইসরাইল ও আমেরিকার মাঝে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টিও।

সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির কারণেই দায়েশ সন্ত্রাসীদের পতন হয়েছে গত বুধবার এমন দাবি করেন ডোনাল ট্রাম্প। ওই দাবির পাশাপাশি এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে সিরিয়া থেকে।

সন্ত্রাসী গোষ্ঠির বিরুদ্ধে লড়বার অজুহাত দেখিয়ে আমেরিকা সিরিয়ার অনুমতি ছাড়াই অবৈধভাবে সেদেশে সেনা পাঠিয়েছে। এদিকে ট্রাম্প ক্ষমতায় এসেই বলেছিলেন, সিরিয়ায় দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি সৃষ্টির প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা।

২০১১ সালে ইসরাইলের স্বার্থে সৌদিআরব, আমেরিকা ও তার মিত্রদের সহযোগিতায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি সিরিয়ার ওপর আগ্রাসন চালায়। তখন সন্ত্রাসী আগ্রাসন মোকাবেলা করতে ইরান এবং রাশিয়ার সহযোগিতা কামনা করে সিরিয়া। সূত্র: পার্সটুডে।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ