আওয়ার ইসলাম: গত একদশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দরপতনের মুখে পড়েছে মার্কিন শেয়ার বাজার। চীনের সাথে বাণিজ্যযুদ্ধ, উচ্চ সুদের হার ও সম্ভাব্য সরকারি কর্মবিরতির কারণে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। শুরু হয় দরপতন।
বিবিসির খবর বলছে, ২০১১ সালের আগস্টের পর মার্কিন শেয়ারবাজারে এটিই সবচেয়ে বড় দরপতন।
শুক্রবার মার্কিন শেয়ারবাজারের তিনটি ইনডেক্সের দরই তলানির কাছাকাছি চলে যায়। এদিন প্রযুক্তি প্রতিষ্ঠান নাসডাক তাদের শেয়ারের শীর্ষ অবস্থান থেকে কমে ২০ শতাংশে নেমে যায়। দ্য ডো জনস ২০০৮ সাল থেকে তাদের শেয়ারে সবচেয়ে বড় দরপতন দেখেছে গত সপ্তাহে। দ্য এস অ্যান্ড পির শেয়ার পড়ে গেছে সাত শতাংশ। ২০০৮ সালের নভেম্বরের পর সেবার নাসডাকের শেয়ারের পতন হয়েছিল ৮.৩৬ শতাংশ। আর ডো জনসের পতন হয়েছিল ৬.৮ শতাংশ।
কেপি