আওয়ার ইসলাম: নেপালের দক্ষিণাঞ্চলে পাহাড়ি রাস্তায় একটি কলেজ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দেশটির তুলসিপুর শহরের কাছে বাসটি এ দুর্ঘটনায় পড়ে।
পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহি জানান, শুক্রবার ডাং জেলায় শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল বাসটি। যাত্রাপথে তুলসিপুর শহরের কাছে সড়কে বাসটি দুর্ঘটনায় পড়ে।
তিনি আরও বলেন, বাসটি রাস্তা থেকে প্রায় ৭০০ মিটার নিচে পানিতে ডুবে যায়। আমরা এখনও পর্যন্ত ১৩ জন পুরুষ ও তিন জন নারীর মৃতদেহ খুজে পেয়েছি।
তিনি বলেন, আহত ১৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র– আল জাজিরা।
কেপি