আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে অর্ধেক মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। এক প্রতিবেদনে ফক্স নিউজ জানায়, শনিবার মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোরেশি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ করেন।
কোরেশি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টির বাস্তবায়ন হলে যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী দেশটিতে শান্তি ফিরে আসবে। আফগানিস্তানে শান্তি দেখতে চান কোরেশি। পাশাপাশি দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে ইসলামাবাদ নিজের ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
তিনি বলেন, পাকিস্তান সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে আফগান সংকট সমাধানের জন্য।এছাড়া আফগানিস্তানের দ্বন্দ্ব নিরসনের জন্য তালেবান ও আমেরিকা যে আলোচনায় বসেছে তার প্রতিও সমর্থন জানান তিনি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতির অবনতি বিষয়ক এক প্রশ্নের জবাবে মেহমুদ কোরেশি বলেন, পাকিস্তানের সরকার বিষয়টি আন্তর্জাতিক সব ফোরামে উত্থাপন করছে।তিনি জানান, কাশ্মীরের জনগণের দুরাবস্থা নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আলাপ করেছেন এবং তার দৃষ্টি আকর্ষণ করেছেন
বাংলাদেশ সফরে মসজিদুল আকসার খতিব
-আইএ