আওয়ার ইসলাম: প্রতারণার অভিযোগে হামিদরেজা বাকেরি দারমানি নামে দেশের অন্যতম এক বড় শিল্পপতিকে প্রকাশ্যে ফাঁসি দিল ইরান।
হামিদ রেজা বাকেরি দারমানি ইরানে ‘সুলতান অব বিটুমেন’ বলে পরিচিত। তৈল ও তৈলজাত পণ্য চোরাচালান ও প্রতারণার অভিযোগ প্রমাণ হওয়ার পরে হামিদ রেজাকে মৃত্যুদণ্ড দেয় ইরানের একটি ফাস্ট ট্র্যাক আদালত।
চলতি মাসেই আদালতের সেই সিদ্ধান্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট।
স্থানীয় সরকারি সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়েছে শনিবার ইরানে হামিদ রেজাকে ফাঁসি দেওয়ার ঘটনা । ফাঁসির ঘটনার নেপথ্যে অ্যাকশন ফিল্মের সাউন্ডট্র্যাক বাজানো হয়। সঙ্গে সম্প্রচার করা হয় হামিদ রেজার অপরাধ নিয়ে একটি তথ্যচিত্র।
২০১৪ এ আগস্ট প্রথম হামিদ রেজা স্থাবর সম্পত্তির ভুয়া কাগজপত্র দেখিয়ে সরকারি ব্যাঙ্ক থেকে বহু টাকা ঋণ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।
এছাড়া হামিদ রেজা ভুয়ো সংস্থাগুলিকে সামনে রেখে জালিয়াতি করে অন্তত তিরিশ হাজার টন বিটুমেন সংগ্রহ করেছিলেন। শুধু তা-ই নয়, মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত আর এক আসামি শিল্পপতি বাবাক মর্তেজা জ়ানজানির সঙ্গে হাত মিলিয়ে সরকারি ক্ষেত্রে আসা আন্তর্জাতিক অনুমোদনের ২৭০ কোটি ডলার আত্মসাতের চেষ্টার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।
২০১৬ সালে ওই ঘটনায় দোষী সাব্যস্ত হয় বাবাক। এখন সে ফাঁসির আসামি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর জানা যায়।
ইএ