আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাহায্যের অংশ হিসেবে ভারতীয় সহায়তার চতুর্থ চালান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রদানের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় হাই কমিশন।
ত্রাণ সহায়তার এই চতুর্থ চালানে রয়েছে দুই লাখ ২৫ হাজার কম্বল, দুই লাখ উলের সোয়েটার ও ৫০০ সৌর সড়কবাতি। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ পর্যায়ের এই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।
আজ সোমবার থেকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এসব সামগ্রী বিতরণ শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
২০১৭ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া শুরু হওয়া একটি প্রক্রিয়ার অংশ, যখন ভারত সরকার ‘অপারেশন ইনসানিয়াতের’ অধীনে কক্সবাজার এলাকায় মানবিক সহায়তার প্রথম চালান সরবরাহ করেছিল।
৯৮১ মেট্রিক টনের এই ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, রান্নার তেল, চা, নুডলস, বিস্কুট, মশারি ইত্যাদি।
মে মাসে ভারত ৩৭৩ মেট্রিক টন ত্রাণসামগ্রী সরবরাহ করে, যার মধ্যে ছিল ১০৪ মেট্রিক টন গুড়ো দুধ, ১০২ মেট্রিক টন শুঁটকি, ৬১ মেট্রিক টন শিশুখাদ্য এবং বর্ষা মৌসুমে ব্যবহারের জন্য ৫০ হাজার রেইনকোট ও ৫০ হাজার জোড়া গামবুট।
এদিকে গত সেপ্টেম্বরে তৃতীয় চালানটি সরবরাহ করা হয়, যেখানে ভারত ১.১ মিলিয়ন লিটার সুপার কেরোসিন তেল এবং ২০ হাজার কেরোসিন স্টোভ হস্তান্তর করেছিল।
সাম্প্রতিক ত্রাণসামগ্রীগুলো বাস্তুচ্যুত মানুষদের শীতে সাহায্য করবে, আর সৌর সড়কবাতিগুলো ক্যাম্পের জন্য পরিবেশবান্ধব আলোকব্যবস্থা নিশ্চিত করবে বলেও জানা যায়।
-এটি