মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


‘ইসলাম বিরোধী ও দুর্নীতিবাজদের বর্জন করে সৎ যোগ্যদের ভোট দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় এসেছে তারা রাষ্ট্রের কর্ণধার সেজে লুটপাট করেছে। আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, কিন্তু দেশ ও জাতির পরিবর্তন হয়নি।

সুতরাং এবারের নির্বাচনে ইসলাম বিরোধী, মাদকব্যবসায়ী সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের নির্বাচনে বর্জন করতে হবে। সৎ, যোগ্য ও আলেমদের ভোট দিয়ে নির্বাচিত করলে সমাজ ও রাষ্ট্রে শান্তি আসবে।

দলের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও গ্রেফতারের মাধ্যমে সাধারণ ভোটারদের আতঙ্কিত করে নির্বাচনের পরিবেশ নষ্ট করলে, তা হিতে বিপরীত হবে।

তিনি বলেন, পাকিস্তানিরা আমাদের ভোটের প্রাপ্য অধিকার না দেয়ায় আমরা মুক্তিযুদ্ধ করেছি। তিনি নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালীকে রিকশা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওলানা লুৎফুর রহমান কামালীর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন।

গতকাল মৌলভী বাজার সদরে জেলা সভাপতি মাওলানা হাবীবুর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা কোরবান আলী, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলাউদ্দীন, মাওলানা মাশুক আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আবুল কালাম ফয়সাল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দীন সাকি, জেলা সভাপতি মিফতাহ উদ্দীন জামিল প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ