আওয়ারে ইসলাম: মসজিদ নাকি মন্দির ? সুপ্রিম কোর্টে অতি বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি হবে আগামী ৪ জানুয়ারি। এই মামলায় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন।
শাসক দল বিজেপি জানিয়েছে, তারা চায় সুপ্রিম কোর্ট এই মামলাটি তাড়াতাড়ি শুনানি শেষ করে তাদের রায় দিক রামমন্দির নিয়ে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এমনটি জানান।
২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট এই বিতর্কিত জমিটিকে তিনভাগে ভাগ করার নির্দেশ দিয়েছিল। যার মধ্যে একটি ভাগ পাবে সুন্নি ওয়াকফ বোর্ড, একটি পাবে নির্মোহী আখড়া এবং শেষেরটি পাবে রাম লালা। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ১৪'টি পিটিশন জমা পড়ে।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কল তিন বিচারপতির বেঞ্চের প্রতিনিধিত্ব করবেন।
অপরদিকে একাধিক ডানপন্থী সংগঠনের দাবি, সরকার আইনি প্রক্রিয়াকে একপাশে সরিয়ে রেখে অবিলম্বে রামমন্দির নিয়ে অর্ডিন্যান্স জারি করুক, যাতে অযোধ্যায় মন্দির নির্মাণের কাজ খুব দ্রুত শুরু করা যেতে পারে।
-আর এইচ