মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


‘৩০ তারিখ ব্যালট বিল্পবের মাধ্যমে সব অন্যায়ের জবাব দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জ-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট সর্মথিত ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা সার্বভেীমত্ব আজ হুমকির সম্মুখিন। জনগণ এক জিম্মীদশায় আছেন। তাই জনগণের ন্যায্য দাবি আদায়ে ৩০ তারিখ ব্যালট বিল্পবের মাধ্যমে সরকারের সকল অন্যায় অবিচারের সমুচিত জবাব দিতে হবে।

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে দেখে নৌকার মাঝিরা দিশে হারা হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ গতকাল জগন্নাথপুরের দাওরাই বাজারে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন যুব জমিয়তের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক ও জমিয়তের কার্যনিবাহী কমিটির সদস্য মুফতি গোলাম মাওলা কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, ঢাকা মহানগরী সভাপতি মুফতি জাবের কাসেমী, কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, টাঙ্গাল জেলা যুব জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

যুব নেতা মাওলানা এরশাদ খান আল হাবিব ও কেএম মাওলানা ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ জমিয়ত নেতা শাহীনুর পাশা চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিযে যেতে জমিয়তের সর্বস্থরের নেতাকর্মী ও জনতার প্রতি অনুরোধ জানানো হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ