মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আরডিসির জরিপ; মহাজোট পাবে ২৪৮ আসন, ঐক্যফ্রন্ট ৪৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গবেষণা ও উন্নয়ন কেন্দ্র-আরডিসি এক জরিপে জানিয়েছে, একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৪৮টি আসন পাবে।

ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পাবে ৪৯টি আসন। বাকি ৩টি আসন অন্যান্যরা পাবে বলে জানানো হয়।

বুধবার দুপুরে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ওই জরিপের ফল প্রকাশ করে আরডিসি।

আরডিসি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানেই এ জরিপ চালানো হয়েছে, অল্প ভোটারদের জরিপে নেয়া হলেও তা মূলত বেশিরভাগ ভোটারদের মতেরই প্রতিফলন বলে দাবি করেছে সংস্থাটি।

তবে এ জরিপ কাজে ৫১ টি নির্বাচনী এলাকা থকে মাত্র ২২৪৯ জন ভোটারের মতামত নেয়া হয়।

গত ৯ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর এই জরিপ পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ