সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সংসদে যেতে মুফতি মনির হোসাইন কাসেমীর সামনে যত চ্যালেঞ্জ সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ

আরো ২ বছর তুরস্কের সেনা থাকছে আফগানিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ন্যাটো মিশনের অংশ হিসেবে আরও দুই বছরের জন্য সেনা রাখার প্রস্তাবে সায় দিয়েছে তুরস্কের পার্লামেন্ট।

আগামী বছরের ৬ জানুয়ারি থেকে নতুন এ প্রস্তাব কার্যকর হবে। ২০১৮ সালে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহায়তা বাহিনীর ১৭ বছরের যুদ্ধ মিশনের ইতি ঘটবে।

আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার জন্যই দেশটিতে সেনা রাখছে ন্যাটো মিশন। ২৮টি ন্যাটো মিত্র ও আরও ১৪টি দেশের ১২ হাজার সেনা আফগানিস্তানে তাদের মিশনের সহায়তার জন্য অবস্থান করছে।

এদিকে সিরিয়ার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকেও কয়েক হাজার সৈন্যকে ফিরিয়ে আনার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে তালেবানের সঙ্গে যুদ্ধরত প্রায় সাত হাজার সেনাকে ফিরিয়ে আনার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

এ সংখ্যা আফগানিস্তানে যুদ্ধরত মোট মার্কিন সেনার অর্ধেক, বলছে বিবিসি। ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের পদত্যাগের পর পরই মার্কিন গণমাধ্যমগুলোতে দক্ষিণ এশিয়ার দেশটি থেকেও সেনা প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ে।

ম্যাটিসের দায়িত্ব ছাড়ার কথা পরে প্রেসিডেন্টও নিশ্চিত করেন। টুইটারে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে সসম্মানে অবসরে যাচ্ছেন জেনারেল ম্যাটিস। শিগগিরই নতুন প্রতিরক্ষামন্ত্রীর নামও ঘোষণা করা হবে, বলেন ট্রাম্প।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ