শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

সব বাধা উপেক্ষা করে কেন্দ্রে আসুন: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সব বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাদেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে বলেছেন, ক্ষমতাসীনরা এজন্য নির্বাচন বানচালের চেষ্টা করছে।

আজ বুধবার বিকালে বগুড়া সদরের বাঘোপাড়া শহিদ দানেশ উদ্দিন স্কুল ও কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল আরো বলেন, প্রতিদিন মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে জুলুমবাজ ও মিথ্যাবাদী সরকার। মিথ্যা অপবাদে খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে অসুস্থ করা হয়েছে। তাই তাকে মুক্ত করতে হলে ধানের শীষ বিজয়ী করতে হবে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব বাধা উপেক্ষা করে আগামী ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে আসতে হবে। ওইদিন আপনাদের ভোট নির্ধারণ করবে স্বাধীনতা থাকবে কি না। নায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্র ফিরে আসবে কি না?’

বিএনপি মহাসচিব বলেন, ৩০ ডিসম্বের সকাল থেকে সারাদিন সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে এবং কেন্দ্র পাহারা দিতে হবে। ফল নিয়ে বাড়ি ফিরতে হবে। কারণ দেশের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়েই এ পরিবর্তন আনতে হবে।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও বগুড়া-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না বলেন, এতদিন মার খেয়েছেন, এখন একদিন লড়াই করুন। কারণ আসল খেলা ওইদিন হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ