আওয়ার ইসলাম: সারারাত সিরিয়ার রাজধানী দামেস্কে একের পর এক বিস্ফোরণ ঘটার পর সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সরকারি অস্ত্রাগারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন সিরীয় সেনা আহত হয়েছে বলেও জানায় তারা।
সিরিয়া সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ইসরায়েল থেকে আসা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে। কয়েকটির আঘাতে অস্ত্রাঘার ধ্বংস হয়ে গেছে। আহত হয়েছে তিন সেনা সদস্য।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানতে চাইলে হামলার কথা স্বীকার বা অস্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক টুইটে বলা হয়, সিরিয়া থেকে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে। কেউ হতাহত হয়নি।
সিরিয়া থেকে হামলা ঠেকাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে বলেও দাবি করে ইসরায়েলি বাহিনী।
তবে বিবিসি জানায়, দীর্ঘদিন ধরে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দেশটির পক্ষ থেকে এসব হামলার কথা বরাবরই অস্বীকার করা হয়। সূত্র: বিবিসি
-এটি