আওয়ার ইসলাম: ইরাক থেকে এই মুহূর্তে মার্কিন সেনা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরাকে মার্কিন সেনাদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিয়ময়ের পর, এ কথা জানান তিনি। ইরাকে স্থিতিশীলতা ফেরাতে মার্কিন সেনাদের অবদানে সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।
এসময় উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ব্যয়ে অন্য দেশগুলোর সুরক্ষিত থাকার দিন শেষ। এখন থেকে মার্কিন সহায়তা পেতে হলে সবাইকে অর্থ খরচ করতে হবে।
এদিকে ট্রাম্পের আকষ্মিক এ সফরকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছে দেশটির সরকার। স্থান নির্ধারণ নিয়ে মতপার্থক্যের জেরে এর আগে, ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ডনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক বাতিল হয় বলে জানা যায়।
-এটি