শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

নির্বাচনের নামে তামাশা হয়েছে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করে বলেছে, সারা দেশে নির্বাচনের নামে তামাশা হয়েছে এবং তাতে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ধর্মভিত্তিক এ দল বিভিন্ন আসনে অনিয়মের অভিযোগ করেছে বলেও জানা যায়।

আজ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপুরে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

এ সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েতউদ্দীন বলেন, তারা কিছুটা আশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সারা দেশে নির্বাচনের নামে যে তামাশা হচ্ছে, তাতে তারা দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

অধিকাংশ আসনে ভোট শুরুর কিছুক্ষণ পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের এজেন্টদের বের করে দেওয়া হয় এবং সশস্ত্র হামলা করা হয় বলে অভিযোগ করা হয়। ইসলামী আন্দোলনের অভিযোগ, এজেন্টদের বের করে সরকারি দলের প্রার্থীর পক্ষে একতরফা সিল মারা হয়।

জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৬, চাঁদপুর-১, ঢাকা-৪, দিনাজপুর-৪, নীলফামারী-৪, বগুড়া-৩, নাটোর-১, নোয়াখালী-২, চাঁদপুর-৩, শেরপুর-১, ময়মনসিংহ-১০, ঢাকা-৬, ঢাকা-১৬, কুষ্টিয়া-২, কুমিল্লা-৬ ও ৯, নারায়ণগঞ্জ-৪, চট্টগ্রাম-৯, ঢাকা-১৩।

সিরাজগঞ্জ-৪, সুনামগঞ্জ-১, জয়পুরহাট-২ ও বগুড়া-৭ আসনে বিভিন্ন অনিয়ম হয় বলে অভিযোগ করে। এ ছাড়া তাদের অভিযোগ, পুলিশ-র‌্যাব পাহারায় ভোট ডাকাতির মহোৎসব হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ