আবদুল্লাহ তামিম: জার্মানের একটি মসজিদে ইসলাম বিদ্বেষীরা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত ৩০ ডিসেম্বর এ মসজিদে হামলা চলিয়ে দ্য স্টার অফ ডেভিড ইহুদিদের চক্রান্ত বাস্তবায়ন করার প্রয়াস হিসেবে এটি করা হয়েছে বলে ধারনা স্থানীয় মুসলিমদের।
ডুইসবার্গ শহরের নির্মাণাধীন এ মসজিদের মুতাওয়াল্লি ও জামিয়াতুল ইসলাম সংগঠনের প্রধান খলুসু ইউকসেল বলেন, এই মসজিদটি নির্মাণ করতে ১৮ মাস সময় লাগবে। নির্মাণাধীন এই মসজিদের অবমাননার ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ এখনও হামলাকারীদের সনাক্ত করতে সক্ষম হয়নি। জামিয়াতুল ইসলাম সংগঠন সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে আদালতে মামলা দায়ের করবে। ইকনা।
-এটি