সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


বেলুচিস্তানে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি, নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে চার সেনা সদস্য বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

জানা যায়, মঙ্গলবার রাতে (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, বিদ্রোহী বাহিনী লড়ালাই জেলার আবাসিক ও প্রশাসনিক এলাকায় ঢোকার চেষ্টা করছিলো। এসময় তারা নিরাপত্তা চৌকিতে বাধার মুখে পড়ে। এক পর্যায়ে তারা সেনা সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

এসময় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি চলে। আর এতেই হতাহতের ঘটনাটি ঘটে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ