সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


মোবাইলে আসক্তি ছাড়াতে মেয়ের গায়ে আগুন দিলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সময়ের সাথে সাথে মোবাইলের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমাদের যাপনের সঙ্গে। দিন দিন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে খুদেরাও। বাবা-মায়েরা ছেলে-মেয়ের মোবাইল-আসক্তি কমাতে কিনা করেন; স্ক্রিন প্যাটার্ন বা পাসওয়ার্ড, এমনকি হাতের আঙুলের ছাপ দিয়ে ফোন লক করে রাখেন। কিন্তু খুদেরা এখন এতটাই স্মার্ট যে, এতসব প্রচেষ্টা ব্যর্থ করেও তারা ঠিক ফোনটি ব্যবহার করে। ফলত প্রায়শই খেতে হয় বাবা-মায়ের ধমক।

এতদূর পর্যন্ত ঠিকই আছে। কিন্তু রাগের মাথায় শাসনের মাত্রা ছাড়িয়ে একটি মারাত্মক হিংসাত্মক ঘটনা ঘটিয়েছেন ভারতের মুম্বাইয়ের পালঘর জেলার বাবা মুহাম্মদ মনসুরি (৪০)। মোবাইলের নেশা ছাড়াতে তিনি যে শাস্তি দিলেন মেয়েকে, শুনলে শিউরে উঠবেন যে কেউ।

পুলিশ জানায়, অনেকদিন ধরেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছিল বছর ষোলোর কিশোরী মেয়েটি। বাবার বারণ করা সত্বেও সে কথা শুনতো না, অধিকাংশ সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতো মেয়ে।

মোবাইল ঘাঁটা নিয়ে গত সোমবার আবারও ঝগড়া বাধে মেয়ে ও বাবার মধ্যে। কিন্তু মেয়ে কোনোমতেই মোবাইল ত্যাগ করতে রাজি না হওয়ায় রেগে গিয়ে মেয়ের গায়ে কেরোসিন তেল ঢেলে দেন বাবা। তারপর ধরিয়ে দেন আগুন! জ্বলন্ত মেয়েকে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান এরপর। ঘটনার সময় বাড়িতে তারা দু’জন ছাড়া আর কেউই উপস্থিত ছিল না।

পরে পাড়া-প্রতিবেশীরা দগ্ধ মেয়েটিকে মুম্বাইয়ের জে জে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিত্‍সকেরা জানিয়েছেন, মেয়েটির শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই অগ্নিদগ্ধ কিশোরী। এদিকে, মেয়েটির বাবা মনসুরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র- ইন্ডিয়া টাইমস।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ