সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


আফগানিস্তানে লাইব্রেরি কী কাজে লাগবে, মোদিকে প্রশ্ন ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানকে সাহায্য করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বার্তা সংস্থা এএফপি’কে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, ‘মোদির সঙ্গে যখনই একান্তে কথা বলতাম, তিনি বারবার আমায় আফগানিস্তানে লাইব্রেরি তৈরির কথা শোনাতেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি জানো, ৫ ঘণ্টায় আমরা ওই অর্থ খরচ করি। আমরা তোমাকে একটা কথাই বলতে পারি। ওহ হে! লাইব্রেরির জন্য ধন্যবাদ। তবে আমি জানি না, আফগানিস্তানে কে লাইব্রেরি ব্যবহার করবে।’

ক্ষমতাসীন হওয়ার পর থেকেই আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়তে চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর অংশ হিসেবে সম্প্রতি আফগানিস্তানকে ৩ বিলিয়ন ডলার অনুদান দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে ভারত। এই অনুদান দিয়ে উন্নতমানের স্কুল তৈরি হবে। সেইসঙ্গে ভারতে পড়াশোনা করছে –এমন ১০০০ আফগান শিক্ষার্থীকে প্রতিবছর স্কলারশিপও দেওয়া হবে।

এদিকে, বিদেশে অনুদান ইস্যুতে বর্তমানে আমেরিকা পিছু হাঁটছে। যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে হঠাৎ সাহায্য বন্ধ করে দিতে চাইছে তারা। এর জেরে আফগানিস্তানকে সাহায্য করায় মোদিকে কটাক্ষ করতে ছাড়েননি ট্রাম্প।

২০১৫ সালে আফগানিস্তানের সংসদভবন তৈরি করে দিয়েছিল ভারত। খরচ হয়েছিল ৯০ মিলিয়ন ডলার। ২০১৫ সালে কাবুলে এই ভবন উদ্বোধনেও যান মোদি। ওই সময় তিনি কথা দেন, ‘আফগান যুবকদের অত্যাধুনিক শিক্ষা ও দক্ষ করে তুলতে সবরকম সাহায্য করবে ভারত।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ