রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


পাকিস্তানকে ৬.২ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ৬.২ বিলিয়ন ডলার সহায়তার চুক্তি হয়েছে।

বিভিন্ন দেশকে মূল্য পরিশোধে ইসলামাবাদের প্রয়োজনীয় মুদ্রার সংকট মেটাতে এই সহায়তা দেয়া হচ্ছে।

ডন অনলাইন জানিয়েছে, প্যাকেজের আওতায় আমিরাত দেরিতে মূল্য আদায়ের শর্তে ৩.২ বিলিয়ন ডলারের তেল পাকিস্তানে রপ্তানি করবে। একই সঙ্গে ইসলামাবাদকে তিন বিলিয়ন ডলার নগদ দেবে আমিরাত।

বৃহস্পতিবার এই সহায়তা চুক্তি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে পাকিস্তান। এর আগে সৌদি আরবও পাকিস্তানকে সহায়তা দিয়েছে।

জানা গেছে, এসব সহায়তার ফলে পাকিস্তান এই দুই দেশ থেকে তেল ও গ্যাস আমদানিতে ৭.৯ বিলিয়ন ডলার বাঁচাতে পারবে। এটা দেশটির বাৎসরিক তেল আমদানির ৬০ শতাংশেরও বেশি।

পাকিস্তান সরকার কম দামে বা বাকিতে এলএনজি কেনার জন্য কাতারের সঙ্গেও আলোচনা শুরু করেছে তবে তা এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে বলে জানায় পত্রিকাটি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ