সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন সিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ইসরাইলের সঙ্গে সিনাই উপদ্বীপে গভীর নিরাপত্তা সহযোগিতার কথা স্বীকার করে সাক্ষাৎকার দিয়েছেন।

গতকাল রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনে '৬০ মিনিটি' নামে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

মিসরের সিনাই দ্বীপ নিয়ে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা নিয়ে শান্তভাবে কাজ করছে। এটি মরুভূমির উপদ্বীপ যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল। ১৯৭৯ সালে দু'দেশের শান্তি চুক্তির পর মিসর এখন স্বাধীনভাবে কাজ করছে।

এটি ইসরায়েল ও মিসরের সঙ্গে একটি সংবেদনশীল বিষয়। ইসরায়েলের সঙ্গে সহযোগিতার সবচেয়ে কাছের ও নিকটতম সহযোগিতার কথা জানতে চাইলে সিসি তার প্রতিক্রিয়া বলেন 'এটা সঠিক'।

তিনি বলেন, বিমানবাহিনী মাঝেমধ্যে প্রয়োজনে ইসরাইলী সীমান্ত অতিক্রম করে। তাহলে কেন আমরা ইসরাইলের সঙ্গে সমন্বয় রাখব না।

সিনাইতে ক্ষয়ক্ষতি এবং কয়েক বছর ধরে অস্থিরতার পর নিরাপত্তা পুনরুদ্ধার করা ছিল সিসির একটি বড় প্রতিশ্রুতি। গত বছর মার্চ মাসে নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হয়েছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ