সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


‘আইএস নির্মূল না হলে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহারের  সিদ্ধান্তের বিপরীত মত প্রকাশ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সেনা প্রত্যাহারের ক্ষেত্রে দু’টো শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

রোববার ইসরায়েল সফরকালে এক বক্তব্যে বোল্টন বলেছেন, সিরিয়ায় মার্কিন সেনা থাকবে  ইসলামিক স্টেট (আইএস) নির্মূল না হওয়া পর্যন্ত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র কুর্দি বাহিনীর ওপর হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে তুরস্ককেও ।

বোল্টন এবং হোয়াইট হাউসের অন্যান্য শীর্ষ উপদেষ্টারা প্রেসিডেন্টের সেনা ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া মন্থর করে দেওয়া এবং ইসরায়েলসহ মিত্রদেরকে নতুন করে আশ্বস্ত করতে পর্দার আড়ালে থেকে কলকাঠি নেড়েছেন বলে জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

মঙ্গলবার তুরস্ক সফরে যাওয়ার আগে জেরুজালেমে বোল্টন বলেছেন, “যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া তুরস্কের কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করিনা।”

“সিরিয়ায় এখনো আইএস এর উপস্থিতি রয়ে গেছে। এখন দ্রুত সেনা ফিরিয়ে নেওয়া হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্ররা এমনকী মার্কিন বাহিনীও বিপদে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন।

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প গত বুধবারই বলেছেন, ধীরে ধীরে ‘নির্দিষ্ট সময় ধরে’ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। গত মাসে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করলেও ওইদিন ট্রাম্প এর কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ