সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ইংল্যান্ডের ২৩ হাজার পাউন্ড অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ইংল্যান্ডের ইসলামিক সেন্টার ২৩ হাজার পাউন্ড অনুদান পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে।

সম্প্রতি লন্ডনের ‘ইংল্যান্ড ইসলামিক সেন্টার’ এর এক ঘোষণায় এ কথা জানা যায়। সংস্থাটি ঘোষণা করেছে, ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের খাদ্যের সংকট মেটানোর জন্য ২০১৯ সালে ৩য় জানুয়ারি পর্যন্ত ২৩ হাজার ৬৩৮ পাউন্ড সংগ্রহ করা হয়েছে। এসকল অর্থ দুই মাসে সংগ্রহ করা হয়েছে।

সাহায্যকারীরা নগদ অর্থ অথবা ইংল্যান্ড ইসলামি সেন্টারের ব্যাংকের একাউন্টে অর্থ দিয়ে ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যে অনুদান হিসেবে পাঠিয়ে দেয়া হয়েছে।

ইংল্যান্ড ইসলামিক সেন্টার, ‘দ্যা ওয়ার্ল্ড উইদাউট বর্ডারস’ দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় চলতি বছরে ইয়েমেনে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য বিজ্ঞাপন প্রচার করে মুসলমান ও দাতাদের নিকটে আল্লাহের পছন্দের এই কাজে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। যতদিন পর্যন্ত দাতাগণ সাহায্য করবেন ততদিন পর্যন্ত এ প্রকল্প অব্যাহত থাকবে বলেও জানান তারা। সূত্র: বার্তা সংস্থা ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ