আওয়ার ইসলাম: গত অক্টোবরের মস্কো এবং নয়াদিল্লির এক চুক্তি অনুযায়ী ভারতকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই রিয়াকোভ বুধবার নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ে ভারতকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া। চুক্তিতে রাশিয়া ভারতকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করা হবে।
গত অক্টোবরে ভারতকে এস-৪০০ সরবরাহ করার জন্য মস্কো এবং নয়াদিল্লি চুক্তি করেছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের দুই দিনের ভারত সফরকালে পাঁচশ কোটি ডলারেরও বেশি এ চু্ক্তি করা হয়।
উল্লেখ্য, এস-৪০০ রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। এ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে চারপাশের ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের যেকোনো বিমান শনাক্ত এবং তা ধ্বংস করা সম্ভব। পাশাপাশি শত্রুর ছুঁড়ে দেয়া যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্রকে ৬০ কিলোমিটার দূরে থাকতেই ধ্বংস করে দিতে পারে।
এএ