আওয়ার ইসলাম: শিক্ষাগত যোগ্যতার ভুয়া সার্টিফিকেট দেওয়ার অভিযোগে ১৬ জন পাইলটের লাইসেন্স বাতিল করেছে পাকিস্তান। সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন এয়ারলাইন্সের ৬৫ জন কেবিন ক্রু-কেও।
পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে, এসব পাইলট ও কেবিন ক্রু-রা নিজেদের শিক্ষাগত যোগ্যতা প্রমাণে যে সব সার্টিফিকেট দিয়েছিলেন, সেগুলো খতিয়ে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
পাক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাকিব নিসারসহ তিন বিচারপতির এক বেঞ্চে মামলাটি উঠেছিল। সেখানে সিএএ বলে, অভিযুক্ত সবার ডিগ্রি নিয়ে তদন্ত করার কাজ শেষ। বিদেশে থাকার কারণে আরও ছয়জনের ডিগ্রি নিয়ে তদন্ত করা সম্ভব হয়নি।
সিএএ-র বক্তব্য, ভুয়া সার্টিফিকেট নিয়ে বিমান চালানো মানে যাত্রীদের জীবন বিপন্ন করা। সেটা করতে দেওয়া যায় না।
গত ডিসেম্বরে সিএএ একই অভিযোগ এনেছিল পাকিস্তানের সরকারি বিমানসংস্থা পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্সের বিরুদ্ধে। তারা সুপ্রিম কোর্টকে বলেছিল, পিআইএ-র অন্তত সাত পাইলটের ডিগ্রি ভুয়া। ওই সাত জন ম্যাট্রিকও পাশ করেননি বলে অভিযোগ করে সিএএ।
সম্প্রতি পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স নিজেও কর্মীদের নিয়েও নড়েচড়ে বসেছে। কেবিন ক্রু -রা অতিরিক্ত মোটা আর আনফিট, তাই তাদের অবিলম্বে ওজন কমাতে হবে বলে নির্দেশ দিয়েছে পাকিস্তানের সরকারি এই বিমানসংস্থা। সূত্র- ইন্ডিয়া টুডে ও দ্য ওয়াল ডটইন।
কেপি