আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তে দেয়াল নিয়ে জটলা যেন দিন দিন বেড়েই চলেছে। এর জের ধরে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম ১৯ দিন ধরে বন্ধ রয়েছে। গতকাল বুধবার এ প্রসঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেরিয়ে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, চাক(সিনেট মাইনরিটি লিডার চাক শুমার) ও ন্যান্সির(হাউজ অব রেপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি) সঙ্গে শুরু হওয়া বৈঠক থেকে মাত্র বের হলাম, সময়টাই নষ্ট হলো।
চাক শুমার বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পিকার পেলোসিকে জিজ্ঞেস করেছেন, ‘আপনি কি আমার দেয়াল নির্মাণের ব্যাপারে রাজি আছেন? পেলোসি বলেন, না।’ তখন প্রেসিডেন্ট ট্রাম্প উঠে দাঁড়ালেন এবং বললেন, ‘তাহলে আমাদের আলোচনা করার কিছুই নেই এবং তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন।’
ট্রাম্প এই বৈঠককে তার ভাষায় ‘সময়ের সম্পূর্ণ অপচয়’ বলে আখ্যায়িত করেছেন। টুইটে ডেমোক্র্যাট দলের বড় নেতাদের উদ্দেশে লেখেন ‘বাই-বাই’।
বৈঠক শেষে বুধবার বিকেলে শীর্ষ কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা অভিযোগ করে বলেছেন, কর্মরত কেন্দ্রীয় কর্মকর্তাদের প্রতি উদাসীন ট্রাম্প অচলাবস্থা নিরসনে সমঝোতার চেষ্টা করছেন না।
চাক শুমার বলেন, দুর্ভাগ্যবশত, প্রেসিডেন্ট উঠে পড়েন এবং বেরিয়ে যান। তিনি স্পিকার(ন্যান্সি) পেলোসি’র কাছে জানতে চান, আপনি কী আমার দেয়ালের বিষয়ে একমত? তিনি বলেন, না। এরপর তিনি উঠে পড়েন এবং বলেন, তাহলে আমাদের আলোচনা করার কিছু নেই। একথা বলেই তিনি বেরিয়ে যান।
তিনি বলেন, একজন বদমেজাজি মানুষকে আমরা আবারও দেখলাম। কারণ, তিনি কোনও উপায় না পেয়ে বৈঠক থেকে বেরিয়ে যান।
আইএ