সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


কাঁটাচামচ দিয়ে প্রতিবেশীকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতেকাঁটাচামচ দিয়ে ২৩ বছরের যুবককে খুন করল তারই প্রতিবেশী। তার আগে দু'‌জনের মধ্যে তুমুল বচসা হয় বলে জানা গিয়েছে।

পুলিশের বরাতে জানা যায়, বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির পরিচয়ও জানা গিয়েছে। পেশায় নিরাপত্তারক্ষী ইন্দ্রজিত মিশ্র বৃহস্পতিবার দিল্লির রানা পার্ক এলাকায় তার বোনের বাড়ি ঘুরতে যান।

রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই এলাকারই ধ্যান কুমার ওরফে সঞ্জয় তার ছোট ট্রাক নিয়ে আসে। ট্রাকটি গিয়ে গৌতম কুমারের পার্ক করে রাখা বাইকে ধাক্কা মারে।

এ ঘটনার জেরে উপস্থিত তিনজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়া চলাকালীন সঞ্জয় কুমার ট্রাক থেকে কাঁটাচামচ এনে গৌতমের ওপর হামলা চালায়। তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গৌতমকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।

ওইদিন রাতেই অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। যে কাঁটাচামচ দিয়ে হামলা করা হয়েছিল তাও উদ্ধার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ