আবদুল্লাহ তামিম
মিশরের প্রসিদ্ধ ও বয়োজ্যেষ্ঠ করি, হাফেজ শায়েখ ইব্রাহিম ফাতায়ের ইন্তেকাল করেছেন।
শায়েখ ইব্রাহিম ফাতায়ের বৃহস্পতিবার ১০ম জানুয়ারি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
গতকাল শুক্রবার এশার নামাজের পর মরহুম শায়েখ ইব্রাহিম ফাতায়েরের দাফন হয়েছে বলে জানা যায়।
তিনি মিশরের কাফার আশ-শেখ প্রদেশের বিলা শহরে ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন।
৭ বছর বয়সে তিনি তার দৃষ্টি শক্তি হারান। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি ১৪ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হিফজ করেন।
পড়াশোনা শেষ কারার পর তিনি তার শহরের আওকাফ অফিসেরে মুয়াজ্জিন ও এ আওকাফের আওতাধীন একটি মকতবের শিক্ষক হিসেবে নিয়োজিত হন।
তিনি জীবদ্দশায় অনেক কারি ও হাফেজে কুরআনকে গড়ে তুলেছেন। বিভিন্ন কুরআন মাহফিলে মিশরের প্রসিদ্ধ কারি শায়েখ মুহাম্মাদ আব্দুল ওয়াহাব তানতাভী ও শায়েখ আব্দুল ফাতাহ তারুতীর সাথে তিনি কুরআন তিলাওয়াত করেছেন।
-এটি