সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ১২ জন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা দেশটির ক্রস রিভার রাজ্যের ওদুকপানিতে।

পুলিশ জানায়, বিস্ফোরণে ২২ জন মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও বেসরকারি মতে, মৃতের সংখ্যা প্রায় ৬০।

প্রত্যক্ষদর্শী রিচার্ড জনসন জানান, উল্টে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহের জন্য ভিড় জমে। তেল পাম্প করে তোলার জন্য ঘটনাস্থলে একটি বৈদ্যুতিক জেনারেটর নিয়ে আসা হয়। তা থেকেই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে।

বিস্ফোরণে ট্যাঙ্কারের আশেপাশে থাকা সবাই মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ তেল উত্পাদক দেশ নাইজেরিয়া। এই ধরনের দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে বেড়েই চলেছে। পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক কয়েক বছরে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে কয়েকশ’ মানুষের মৃত্যু হয়েছে নাইজেরিয়ায়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ