রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


প্যারিসে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৪, আহত ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড়োসড়ো বিস্ফোরণের ঘটনা ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। শহরটির নাইন্থ জেলায় শনিবার সকালে এই বিস্ফোরণ ঘটে। এতে দুই অগ্নি-নির্বাপকসহ ৪ জন নিহত ও আরও ৩৬ জনের মতো আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, শনিবার সকালে ৯টা নাগাদ বিস্ফোরণটি ঘটে প্যারিসের রু দে ত্রাভিশের একটি বেকারিতে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশেপাশের দোকান ও বাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোও।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, রুয়ে ডি মন্টিয়ন এলাকার কিছু অংশ বিস্ফোরণের ফলে ধ্বংসস্তূপে ঢেকে গেছে। একটি ভবন থেকে আগুনের শিখা দেখা গেছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এই বিস্ফোরণে প্রাণ গেছে ৪ জনের। একইসঙ্গে আহত অবস্থায় হাসপাতালে ভরতি আছেন প্রায় ৩৬ জন। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ