আওয়ার ইসলাম: ইরানের ইংলিশ নিউজ চ্যানেল প্রেস টিভির নারী সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার মারজিয়া হাশেমিকে আটক করার প্রতিবাদে পাকিস্তানের করাচি শহরে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেছেন।
আজ (সোমবার) করাচি শহরে এ বিক্ষোভের সময় অংশগ্রহণকারীরা মারজিয়া হাশেমিকে বিনা অভিযোগে আমেরিকায় আটক রাখার নিন্দা জানান।
তারা বলেন, এ ধরনের আটক মানবাধিকারের লঙ্ঘন এবং বাক-স্বাধীনতার পরিপন্থি।
এদিকে, রাজনৈতিক বিশ্লেষক জন স্টেপলিং বলেন, মারজিয়া হাশেমিকে আটক করার মধ্যমে আমেরিকা ‘বৃদ্ধিবৃত্তিক সন্ত্রাসবাদ’ চালিয়েছে।
ইরানের স্বাধীনচেতা নীতিতে আমেরিকা খুব বেশি ক্ষুব্ধ বলেও মন্তব্য করেন স্টেপলিং।
আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে জন্মগ্রহণকারী মার্জিয়ার আগের নাম ছিল মেলানি ফ্রাঙ্কলিন। খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা এই নারী পরিণত বয়সে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনি’র চিন্তাদর্শনে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেন।
এরপর এক ইরানি নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মার্জিয়া হাশেমি নাম বেছে নেন তিনি।
-আরএইচ