আওয়ার ইসলাম: প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালার বহনকৃত ছোট একটি বিমান নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল সোমবার রাতে ফ্রান্স আর কার্ডিফের মাঝে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় রাডারের বাইরে চলে যায় বিমানটি। তখন থেকে কনট্রলরুমের সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন আছে বলে জানা যায়।
ফ্রেঞ্চ পুলিশ জানিয়েছে, পিপার মালিবো নামের ছোট ওই বিমানের দু'জন ছিলেন। এর মধ্যে একজন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালা, যাকে ফ্রেঞ্চ ক্লাব নান্তের কাছ থেকে ১৫ মিলিয়ন ইউরোতে শনিবার নিজেদের দলে ভিড়িয়েছে কার্ডিফ সিটি।
-এটি