আওয়ার ইসলাম: সৌদি প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যা নিয়ে আবারো আন্তর্জাতিক তদন্ত চালু করার পরিকল্পনা করছে তুরস্ক।
গতকাল সোমবার আল জাজিরার বরাতে জানা যায় ইস্তাম্বুলে এক বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু এ কথা জানিয়েছেন।
কাভুসগলু বলেন, সৌদি আরব খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তাদের তদন্তে পাওয়া কোন তথ্য আমাদের দেননি।
উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর বিয়ের কাগজপত্র আনতে গিয়ে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তুর্কি গোয়েন্দারা জানিয়েছে, তাকে হত্যার নির্দেশ দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ কর্তৃপক্ষ।
প্রথম কয়েক সপ্তাহ এ হত্যাকাণ্ডে কোন সংশ্লিষ্টতার কথা অস্বীকার করলেও পরবর্তীতে হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা স্বীকার করে সৌদি আরব। তাদের দাবি, এক গোয়েন্দা শীর্ষ কর্মকর্তার তত্ত্বাবধায়নে পরিচালিত অভিযানে খাশোগিকে হত্যা করা হয়েছে। এতে সৌদি কর্তৃপক্ষ জড়িত ছিল না।
তুরস্কের দাবি, খাশোগির হত্যাকাণ্ড পূর্ব-পরিকল্পিত ছিল। এ বিষেয়ে কাভুসগলু বলেন, আমাদের তদন্তের কারণে খাশোগির হত্যাকাণ্ডের দায়ভার স্বীকার করতে বাধ্য হয়েছে সৌদি আরব।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা আগামী কয়েকদিনের মধ্যে এ ঘটনায় একটি আন্তর্জাতিক তদন্ত চালু করার প্রস্তুতি নিয়েছি। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো খুব তাড়াতড়ি।
-এটি