মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


নেতানিয়াহুকে ‘বার্তা’ দিতেই শান্তিরক্ষা মিশনে হামলা, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর মালির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে হামলা চালানো হয়েছে তার দায় স্বীকার করেছে আলকায়েদা সংশ্লিষ্ট আফ্রিকার গ্রুপ জামা’আ নুসরাত উল-ইসলাম ওয়া আল-মুসলিমিন।

কয়েকটি ‘ইসলামপন্থী গ্রুপের সমন্বয়ে গঠিত ওই সংগঠনটি বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চাদ সফরের প্রতিক্রিয়া হিসেবেই ওই হামলা চালানো হয়েছে।

গত রোববার আলজেরিয়া সীমান্তের আগুয়েলহক গ্রামে চালানো ওই হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ১০ সদস্য নিহত হয়। নিহতরা সবাই চাদের নাগরিক।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, হামলাকারী সংগঠনগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ হামলাকারীদের ওই দাবি সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে।

অন্যদিকে, আলজাজিরা বলছে, মৌরতানিয়াভিত্তিক আল-আখবার সংবাদ সংস্থা ইসলামিক মাগরেবের বরাত দিয়ে এমন দাবি করেছে। সংবাদ মাধ্যমটি প্রায়ই ওইসব গ্রুপের বার্তা প্রকাশ করে থাকে।

‘সন্ত্রাস’ দমনে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে একইদিন চাদ সফর করেন নেতানিয়াহু।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপের খবরে বলা হয়েছে, চাদ ইসরায়েলের সঙ্গে যে কূটনীতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে তার প্রতিক্রিয়া হিসেবেই ওই হামলা চালানো হয়েছে।

১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করলে আফ্রিকার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শেষ হয়ে যায়।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ