মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ভারতের নাখোদা মসজিদে খুনের চেষ্টা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নাখোদা মসজিদের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে এক যবককে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ মসজিদের তিনতলায় বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মসজিদের কর্মীরা।

জোড়াসাঁকো থানার পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মসজিদের ইমাম শফিক কাসেমি বলেন, শুক্রবার জুম্মার নমাজের দিন ছাড়া তিনতলা সাধারণত ফাঁকাই থাকে। এ দিন সকালে মসজিদের কর্মীরা তিনতলা পরিষ্কার করতে গিয়ে দেখেন, একজন মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। পাশে পড়ে আছে একটা রক্তমাখা হাতুড়ি!

Nakhoda Masjid

নাখোদা মসজিদ

ইমাম আরো বলেন,  ফজরের নামাজের পরও কর্মীরা উপরের তলায় গিয়েছিলেন। তখন কেউ কিছু দেখেননি। তার মানে ভোরের নমাজের পর ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান।

পুলিশ সূত্রে আরো জানা যায়, এ দিন দুপুর আড়াইটে নাগাদ আহতের জ্ঞান ফেরে। ওই ব্যক্তি নিজের নাম বলেছেন শেখ ফয়জল। বিহারের বাসিন্দা ওই ব্যক্তি মসজিদের কাছেই জেলিয়াটোলা এলাকায় থাকেন বলে জানতে পেরেছে পুলিশ।

ফয়জল তদন্তকারীদের জানিয়েছেন, যে ব্যক্তি তার মাথায় হাতুড়ি দিয়ে মেরেছেন তাকে তিনি চিনতে পেরেছেন। তবে, তার নাম তিনি জানেন না।

-এট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ