আওয়ার ইসলাম: আফগানিস্তানের স্বাধীনতাকামী তালেবানদের ‘পলিটিক্যাল ফোর্স বা রাজনৈতিক শক্তি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে চীন। পাকিস্তানের উদ্যোগে তালেবানদের নিয়ে যখন আফগান শান্তি প্রক্রিয়া অগ্রসর হচ্ছে তখন এ ধরনের স্বীকৃতি দিলো বেইজিং।
পাকিস্তান গণমাধ্যমের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি জানায়, ইসলামবাদে নিযুক্ত চীনা দূত ইয়াও জিং দেশটির পাকিস্তানের পেশোয়ারে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।
এ সময় তিনি আফগান শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে এবং দেশটির দীর্ঘ বছরের সংকট সমাধানে ভূমিকা রাখায় পাকিস্তানের প্রশংসাও করেন।
ইয়াও জিং বলেন, ‘চীন তালেবানদের রাজনৈতিক শক্তি হিসেবে চিহ্নিত করতে চায়, তারা এখন আফগান শান্তি প্রক্রিয়ার অংশ এবং আফগান রাজনীতিতে তাদের সংশ্লিষ্টতাও রয়েছে।’
তিনি বক্তব্যে আরো বলেন, আফগান সরকার ও তালেবানদের সঙ্গে বেইজিংয়ের যোগাযোগ আছে। এমনকি চীনের বিশেষ দূত দোহায় (কাতার) তালেবানদের রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছেনও সম্প্রতি0।
ইয়াও বলেন, আফগানিস্তান নিয়ে শান্তি প্রক্রিয়ার সকল প্রচেষ্টাকে চীন সমর্থন করে। কারণ আফগান জনগণ শান্তি ও স্থিতিশীলতার অধিকার রাখে। সূত্র: আনাদলু এজেন্সি
-এটি