আওয়ার ইসলাম: পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে বর্তমানে কাতারে অবস্থান করছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান।
দুই দিনের সফরে গত সোমবার দোহা পৌঁছান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, দোহায় পৌঁছেই তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খালাফ আল থানি ও ব্যবসায়ী সমাজ এবং বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন।
গতকাল মঙ্গলবার একান্তে বৈঠকে শেখ তামিম ও ইমরান খান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক স্বার্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেন বলে জানা যায়। এসময় ইমরান খান এলএনজি’র দাম কমানো এবং কাতারে পাকিস্তানি নাগরিকদের জন্য কর্মসংস্থান বাড়ানোর বিষয় নিয়ে কথা বলেন।
এলএনজির বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আমলে এলএনজি আমদানির বিষয়ে ১৫ বছরের যে চুক্তি করা হয়েছিল তাতে ইসলামাবাদ প্রতি বছর অন্তত ৪ বিলিয়ন রুপি ক্ষতির মুখে পড়বে। সে ক্ষেত্রে ইমরান খান কাতারকে এলএনজির দাম পর্যালোচনা করে ৪০০ কোটি ডলার কমানোর অনুরোধ করেন।
খবরে আরো বলা হয়, বিষয়টি পর্যালোচনা করে ইসলামাবাদকে ইতিবাচক কিছু জানাবেন বলে আশ্বাস দিয়েছেন কাতারি আমির। সফরে ইমরান খান কাতারের ব্যবসায়ী নেতা শেখ ফাইসাল বিন কাসিম বিন ফাইসাল আর থানির এবং সুসাইন আল ফারদিনের সঙ্গে দেখা করে পাকিস্তানে বিনিয়োগেরও অনুরোধ জানিয়েছেন।
-এটি