মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


বিশ্ব মানচিত্র থেকে ইসরাইলকে নিশ্চিহ্ন করতে প্রস্তুত ইরান: সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলকে চরম এক বার্তা দিয়েছেন ইরানের বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেলারেল আজিজ নাসিরজাদে। তিনি বলেছেন, ‘সম্মুখ সমরে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার জন্য প্রস্তুত রয়েছে ইরান।

সিরিয়ায় ইসরাইল নিয়ন্ত্রিত গোলান উপত্যকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আজিজ নাসিরজাদে।

ইরান গোলান উপত্যকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর পাল্টা আঘাত হিসেবে সোমবার সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তু লক্ষ্য করে একাধারে কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে বলে ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে। ফলে দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ দিন-রাত উত্তেজনার পর আগামীতে আরও আঘাত এবং পাল্টা আঘাতের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে ইরানের ব্রিগেডিয়ার জেনারেলের এমন মন্তব্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান কনরিকাস জানিয়েছেন, তার দেশের বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কের ভেতর ও আশেপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরও অন্তর্ভুক্ত। পাশাপাশি তিনি দাবি করেছেন, রাতভর চালানো ওই হামলার লক্ষ্য ছিল গোলাবারুদ ডিপো, গোয়েন্দা চৌকি ও প্রশিক্ষণ শিবির।

এমনকী দামেস্ক বিমানবন্দরে অবস্থিত ইরানি গুদামেও হামলা চালানো হয়েছে। কনরিকাস জানান, হামলার পর সেখানে ফের বিস্ফোরণ ঘটে। অর্থাৎ গোলাবারুদের বিস্ফোরণ হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ