আওয়ার ইসলাম: রাজনীতিতে এসেই প্রিয়াঙ্কা গান্ধি কংগ্রেসে বড় পদ পেলেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সক্রিয় রাজনীতিতে নামলেন তিনি। ২০১৯ সালে ভোটের আগে প্রিয়াঙ্কাকে ময়দানে নামিয়ে কংগ্রেস বড় চমক দিলো বলে মনে করা হচ্ছে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতিতে দেখতে চাওয়ার দাবি বহুদিন ধরেই ছিল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে। লোকসভা ভোটের আগে সেই দাবি পূরণ করে মাস্টারস্ট্রোক দিল কংগ্রেস।
উত্তরপ্রদেশকে দু-ভাগে ভাগ করে তার একটা দায়িত্ব দেয়া হয়েছে প্রিয়াঙ্কার কাঁধে। আজ বুধবার পূর্ব উত্তরপ্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদকের পদ দেয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী ভডরাকে। অন্য ভাগের দায়িত্ব পেয়েছেন জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া।
মা সোনিয়া ও ভাই রাহুলের নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের অমেঠি ও রায়বরেলির মধ্যেই নিজের রাজনৈতিক ভূমিকা সীমাবদ্ধ করে রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে লোকসভা ভোটের আগে কংগ্রেস নেতৃত্ব বুঝেছে যে উত্তরপ্রদেশের মতো ৮০টি আসনের রাজ্যের দায়িত্ব একজনের কাঁধে দেয়া সমীচিন হবে না। তাই প্রিয়াঙ্কাকেও নিয়ে আসা হল সক্রিয় রাজনীতিতে। প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার ফলে উত্তরপ্রদেশে ঝিমিয়ে থাকা কংগ্রেস কর্মীরা নতুন মনোবল পাবেন।
প্রিয়াঙ্কার রাজনীতিতে যোগদান প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, ‘আমার বোন খুবই দক্ষ। উনি আমার সঙ্গেই কাজ করবেন। ব্যক্তিগত ভাবে আমি খুবই খুশি।’
-এটি