আওয়ার ইসলাম: ভারতের তেলেঙ্গানা প্রদেশের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিমের কাছে স্মারকলিপি দিয়েছে কিছু সংগঠন। এতে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি সময়মতো পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনগুলোর মধ্যে রয়েছে আল ইন্ডিয়া সুন্নি উলেমা বোর্ড, আল ইন্ডিয়া সুফি উলেমা কাউন্সিল, আম আদমি পার্টি ও আওয়াজ তানজিম।
আল ইন্ডিয়া সুফি উলেমা কাউন্সিলের সভাপতি মাওলানা হামিদ হুসেইন সাত্তারির নেতৃত্বে ওই চার সংগঠনের নেতাকর্মীরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের সাথে দেখা করেন। পরে এক যৌথ সভায় ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি সময়মতো পরিশোধের অনুরোধ জানানো হয়।
এসময় তারা জানান, সম্মানি হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের প্রতি মাসে ৫ হাজার রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। কিন্তু এ ঘোষণার পর বেশ কিছু মাস কেটে গেলেও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি পরিশোধ করা হয়নি।
এ সময় সময়ম তো ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেওয়া না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন ওই চার সংগঠনের নেতারা। সূত্র– টাইমস অব ইন্ডিয়া।
কেপি