রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


‘উত্তরপ্রদেশে বড় পরাজয় অপেক্ষা করছে বিজেপির’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কংগ্রেস বিরোধী জোটে যোগ দিলে  উত্তরপ্রদেশে ব্যাপক পরাজয়ের মুখোমুখি হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন দল বিজেপি।

বুধবারের এক জরিপে বলা হয়, এতে পার্লামেন্টে উগ্র হিন্দুত্ববাদী দলটি এক-চতুর্থাংশ আসন হারাতে পারে।

জরিপটি চালিয়েছে ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটস মুড। রাজ্যটিতে বিজেপির আসন কমে পাঁচটিতে নেমে যেতে পারে বলে জরিপে জানিয়েছে তারা।

সর্বশেষ জাতীয় নির্বাচনে ৫৪৫ আসনের পার্লামেন্টে মোদির ভারতীয় জনতা পার্টি ২৮২টিতে জয় ছিনিয়ে নেয়। এর মধ্যে উত্তরপ্রদেশের ৮০টির ভেতর ৭৩ আসনে জয় পায় তারা। ভারতের উত্তরাঞ্চলীয় এ রাজ্যটিতে জনসংখ্যা ২০ কোটিরও বেশি।

গত বছর পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে হেরে গেছে বিজেপি। যার মধ্যে তিনটি রাজ্যের নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পাওয়ায় গ্রামীণ মানুষের ক্ষোভ থেকে বিজেপির ভোটে হারা। এর পর মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে নতুন এ জরিপ প্রকাশ করা হয়েছে।

তবে এ সাফল্য পেতে হলে উত্তরপ্রদেশের প্রতিটি আসনে বিরোধী দলকে একক প্রার্থী দিতে হবে। যদিও কংগ্রেস এখন পর্যন্ত এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছে। এ ছাড়া কংগ্রেস ছাড়াই অন্যান্য বিরোধী দল বড় ধরনের আঘাত হেনেছে বিজেপিকে।

রাজ্যটিতে কংগ্রেসকে বাদ দিয়েই সমাজবাদী পার্টি (এসপি), বহুজন সমাজ পার্টি (বিএসপি) ও রাষ্ট্রীয় লোক দল ৫৮ আসনে জয় পেতে পারে। অন্তত জরিপ এমনটিই বলছে। সেখানে বিজেপি ও তার জোট আপনা দল ১৮ ও কংগ্রেস চারটি আসনে জয়ী হতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ