মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


‘গুরুতর অসুস্থ’ নওয়াজের চিকিৎসা হচ্ছে না, দাবি চিকিৎসকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘গুরুতর অসুস্থ’ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করায় লাহোরের কোট লাখপত জেল থেকে তাকে পাঞ্জাব ইন্সটিটিউট অব কার্ডিওলজিতে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক কিছু পরীক্ষার পর শরিফকে ফের জেলে ফেরত পাঠানো হয়। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

শরিফের ব্যক্তিগত চিকিৎসক দাবি করেছেন, ৬৯ বছরের সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা সঙ্কটজনক। দেরি না করে তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। কয়েকদিন আগে চিকিৎসকদের একটি দল শরিফকে পরীক্ষা করে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বর্তমান সরকার কোনো কথায় কান দিচ্ছে না বলে অভিযোগ শরিফের হৃদরোগ বিশেষজ্ঞ আদনান খানের।

একইসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে একাধিক সমস্যা দেখা দিয়েছে। জেলে তার চিকিৎসা কোনোভাবেই সম্ভবপর নয়।

বাবার শরীর নিয়ে উদ্বিগ্ন শরিফ কন্যা মারিয়াম টুইটারে লিখেছেন, ‘আমি বাবার কোনও খবর পাচ্ছি না। সংবাদমাধ্যমের ওপর ভরসা করে আছি।’

প্রসঙ্গত, আল-আজিজিয়া ইস্পাত কারখানা মামলায় নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ডের সাজা দিয়েছেন আদালত। ২৫ ডিসেম্বর তাকে লাহোরের কোট লাখপত জেলে নিয়ে যাওয়া হয়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ