আওয়ার ইসলাম: যেসব দম্পতির দুয়ের বেশি সন্তান রয়েছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের যোগগুরু রামদেব। শুধু তাই নয়, ওই দম্পতির কেউ সরকারি চাকরি করলে তাও কেড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ভারতের আলিগড়ে জনসংখ্যা বৃদ্ধি ও এর প্রতিকার নিয়ে এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
এবারই প্রথম নয়, জনসংখ্যা নিয়ন্ত্রণে এর আগেও এমন উদ্ভুত পরামর্শ দিয়েছেন রামদেব। গতবছরের নভেম্বরে তিনি বলেছিলেন, ‘তার মতো মানুষ যারা বিয়ে করেননি, তাদের বিশেষ সম্মান দেওয়া উচিত।’
বৃহস্পতিবারের আলোচনা সভায় রামদেব বলেন, ‘হিন্দু হোক আর মুসলিম হোক, দুয়ের বেশি সন্তানের অধিকারী দম্পতির ভোটদানের অধিকার, সরকারি চাকরি ও চিকিৎসার সুবিধা কেড়ে নেওয়া শুর করলে জনসংখ্যা নিয়ন্ত্রণে চলে আসবে।’
কেপি